বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়াতে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদান

পুঠিয়াতে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় করোনা পরিস্থিতিতে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা পাচ্ছেন খেটে খাওয়া নিম্ন অসহায় দুস্থ সহ সাধারণ মানুষ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত পুঠিয়ায় বানেশ্বর সরকারী কলেজ মাঠে শতাধিক মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থাসহ ঔষধ বিনামূল্যে সরবরাহ করছে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া ক্যান্টরম্যান্টের ক্যাপ্টেন সাকিব।

জানা গেছে, করোনা পরিস্থিতি সাধারণ মানুষ যাতে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পায় সে জন্য রাজশাহীর প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে চলবে সেনাবাহিনীর এ ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র। এতে করে অসুস্থরা চিকিৎসা সহায়তা গ্রহন করে বিনামূল্যে ওষুধপত্র গ্রহন করতে পারবেন।

ক্যাপ্টেন সাকিব জানান, লকডাউনে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিদিনই সেনাবাহিনীর এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে পাশাপাশি জনসচেতনতা কার্যক্রম চলবে বলেও জানান এ কর্মকর্তা।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …