নিজস্ব প্রতিবেদক পুঠিয়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,রাজশাহীর পুঠিয়য়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল। শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) বিকেলে বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিলমাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরফিন কনক।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াসিম আলী ও সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হক মিলন।
এছাড়া কর্মী সমাবেশে আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জমান, যুগ্ম- আহবায়ক জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল হোসেন, শিলমাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, পুঠিয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী সান্টু মন্ডলসহ উপজেলার পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের বিপুল ভোটে ক্ষমতায় আসবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন । এ জন্য স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া, লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান বক্তারা ।