শুক্রবার , মার্চ ২১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়া রাজবাড়ি যাদুঘরে দর্শনার্থীদের ওপর হামলা, শিক্ষকসহ আহত ৭

পুঠিয়া রাজবাড়ি যাদুঘরে দর্শনার্থীদের ওপর হামলা, শিক্ষকসহ আহত ৭

নিজস্ব প্রতিবেদক পুঠিয়া,,,,,,,,,,,,,,,,গাজীপুর জেলার কাশিমপুর সারদাগঞ্জ এলাকার গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ থেকে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী যাদুঘরে বনভোজনে আসা ছাত্রদের সাথে স্থানীয় বখাটে অটো চালকের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন ছাত্র আহত হয়েছেন। ঘটনাটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন।

ঘটনাটি ঘটেছে (২৩ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে পুঠিয়া রাজবাড়ীতে এলাকায়।

স্থানীয় জনসাধারণ আহত ব্যক্তিগণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহতরা হলেন- গাজীপুর জেলার কাশিমপুর থানার সারদাগঞ্জ গ্রামের মজিদুলের ছেলে ওমর ফারুক (১৮), আনিসুল ইসলাম ছেলে শিশির (১৮) ও সাখাওয়াত ছেলে বেলাল (১৯) সহ অঙ্গাত আরও চারজন শিক্ষার্থী ও শিক্ষক।

জানা যায়, বৃহস্প্রতিবার দুপুর আড়াইটার দিকে পুঠিয়া রাজবাড়ীতে বনভোজনে আসেন গাজীপুর জেলার কাশিমপুর সারদাগঞ্জ এলাকার গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা। আগত ছাত্র-ছাত্রী রাজবাড়ীর সামনে এসে বাস থেকে নামার সময় একটি অটোবাইকের সাথে এক ছাত্রের ধাক্কা লাগে। বিষয়টি নিয়ে অটোরিকশার চালক স্থানীয় কান্দ্রা গ্রামের খয়ের উদ্দিনের ছেলে মাসুম (৪০) এর সাথে ওই শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটি হয়। কথা- কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি সংগঠিত হয়। এতে তিনজনসহ মোট ৭ জন আহত হয়। পরে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, কিন্তু কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে

আরও দেখুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,ফিলিস্তিনে ইসরাইয়েল কর্তৃক চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় …