রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়া পৌর মেয়রের উদ্দোগে এতিমদের মাঝে খাবার বিতরণ

পুঠিয়া পৌর মেয়রের উদ্দোগে এতিমদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচিতে পালন করেছে পুঠিয়া পৌরসভা। শনিবার সকালে পুঠিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র রবিউল ইসলাম রবি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দুপুর দুইটায় পৌরসভার কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পুঠিয়া মিফতাহুস সুন্নাহ মাদরাসায় এতিম শিশু ও ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে পৌরসভার বিভিন্ন বাজারে মানবভোজ বিতরণ করা হয়।

পৌর কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র রবিউল ইসলাম রবি। এ সময় মেয়র বলেন, ‘১৫ আগস্ট বাঙালি জাতির এক বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। আজকের এই দিনে আমরা বঙ্গবন্ধুর যেসব খুনি এখনো পলাতক আছে, তাদের দেশে ফিরে এনে দ্রুত বিচার কার্যকর করার জোর দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর মতো নেতাকে খুন করে তারা দেশের কত বড় ক্ষতি করেছে, তা কখনো পূরণ হবার নয়। বাংলাদেশ নিয়ে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল- আমরা সবাই চাইলে সে স্বপ্ন কিছুটা হলেও বাস্তবায়ন করতে পারব। বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ব্রত নিয়েই সামনে এগিয়ে যাচ্ছেন।

পৌর কার্যালয়ে সভা পরিচালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী আবু সাইদ মো. শহিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর কামাল হোসেন, ইসমাইল হোসেন, শাহাজালাল, চঞ্চল কুমার চৌধুরী, হারুন আর-রশীদ, ছামাদ মন্ডল, মনিরুল ইসলাম, মখলেছুর রহমান, শাহাদৎ হোসেন। সংরক্ষিত আসনের কাউন্সিলর রবেদা বেগম, কোহিনুর পারভীন, নাসিমা বেগমসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর পৌরসভার অধীনে মসজিদসহ সকল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …