শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / পুঠিয়া পৌর মেয়রসহ ৩ জনের নামে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

পুঠিয়া পৌর মেয়রসহ ৩ জনের নামে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া (রাজশাহী):
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় নাগরিক পরিচয় পত্র নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে সাহানা খাতুন (২২) নামের এক নারী। শুক্রবার এ ঘটনায় আজ শুক্রবার পুঠিয়া পৌরসভার মেয়রসহ তিনজনের নামে থানায় লিখতে অভিযোগ করেছে ভুক্তভোগী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুঠিয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ের তিনতলায় এ ঘটনা ঘটে। শ্লীলতহানির শিকার সাহানা উপজেলার কাঁঠালবাড়িয়ার আব্দুস সাত্তারের মেয়ে।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নাগরিক পরিচয় পত্র আনতে পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলামের কাছে যায় সাহানা খাতুন। এসময় পৌর সচিব তিন তলায় নাগরিক পরিচয় পত্র দেওয়া হয় বলে তাকে একটি কক্ষে আটকে রেখে মেয়রের কাছে আপনার ধর্ষণ মামলার বাদী এসেছে বলে ফোন দেয়। কিছুক্ষণ পর ওই কক্ষে ইন্সপেক্টর রিপন উপস্থিত হয়ে ভুক্তভোগীকে চড় থাপ্পড় মারে এবং তার স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয়।

এ বিষয়ে পৌর মেয়র আল মামুন খান বলেন, আমি তিনতলায় যাইনি। ওখানে কি ঘটেছে তা আমি বলতে পারবো না।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …