সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়া পৌরবাসীসহ সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র রবি

পুঠিয়া পৌরবাসীসহ সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র রবি

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে পৌরবাসীসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমানে পৌরসভার মেয়র এবং আগামী ২৮ (ডিসেম্বর)  পৌরসভার নির্বাচনে আ’লীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী মো. রবিউল ইসলাম রবি।

এ সময়ে মেয়র রবি, মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন।

উপজেলা যুবলীগের সভাপতি ও পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি বলেন, এই দিন বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় দিন। বিজয় দিবসের এই শুভক্ষণে আমি পৌরবাসী ও
উপজেলার নিজ দলীয় নেতাকর্মী সহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি আরো বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের গর্বিত ও মহিমান্বিত দিন। এদেশের দামাল ছেলেরা হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিলো স্বাধীনতার সূর্য।’ তবে এই বিশাল অর্জন একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন।

বঙ্গবন্ধুর আহ্বানে ও নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় চুড়ান্ত বিজয়। আমি আজ বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর অপরিসীম ত্যাগ ও আপোশহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …