মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ার শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

পুঠিয়ার শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক পুঠিয়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,রাজশাহীর পুঠিয়ায় মহান স্বাধীনতার ৫৪ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ স্মরণ, স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের শুভেচ্ছাসহ আর্থিক অনুদান প্রদান, মুক্তিযোদ্ধাদের সম্মানে এবং  বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা বিড়ালদহ ডিগ্রী কলেজ মাঠে প্রাঙ্গনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

উক্ত দোয়া মাহফিলে বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সাবেক কোষাধ্যক্ষ, আগামী সংসদ নির্বাচনে পুঠিয়া-দুর্গাপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ গোলাম মোস্তফা। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপির সাবেক সদস্য মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা, ইউনিয়ন বিএনপি সিনি: সহ সভাপতি এনামুল হক, বিএনপি নেতা আব্দুস সোবাহান মণ্ডল, আব্দুল আজিজ, মোহাম্মদ আবু সাঈদ আখবর, মোহাম্মদ ইন্তাজ আলী, আলাউদ্দিন মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরও দেখুন

নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের যাকাতের টাকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রামে গরীব-দুস্থদের মাঝে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির …