নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ার মেয়ে সাদিয়াহ রাজশাহী বোর্ডে মানবিক বিভাগে প্রথম

পুঠিয়ার মেয়ে সাদিয়াহ রাজশাহী বোর্ডে মানবিক বিভাগে প্রথম

নিজস্ব প্রতিবেদক রাজশাহী…….রাজশাহীর পুঠিয়ার কলেজ পড়ুয়া সাদিয়াহ তাসনিম রিফা এবছর এইচএসসিতে (মানবিক বিভাগ) থেকে মোট ১২৫৩ নম্বর পেয়ে রাজশাহী বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে। সে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

মেধাবী এই ছাত্রী সাদিয়াহ তাসনিম রিফার বাড়ি পুঠিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে। তার বাবা নৌবাহিনীর সাবেক সদস্য আব্দুস সালাম ও মা ফাহমিদা পারভীন একজন গৃহীনি।

রিফা পন্ঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। সে ভবিষ্যতে আইন বিষয়ে পড়াশোনা করতে চায়।

তার বাবা-মা মেয়ের এমন সাফল্যে বেশ খুশি। তারা রিফার জন্য সকলের কাছে দোওয়া প্রার্থী। 

আরও দেখুন

সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গাতেও শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গাতেও শিলাবৃষ্টি হয়েছে। আজ ৬ মার্চ রোববার বিকেল পাঁচটার দিকে …