রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ার ঝলমলিয়া বাজার এলাকায় ট্রাক চাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত

পুঠিয়ার ঝলমলিয়া বাজার এলাকায় ট্রাক চাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া বাজার এলাকায় ট্রাক চাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর সদর থানার সুলতানপুর এলাকার সামাদ শেখ ও শহিদুল ইসলাম। পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, ভ্যানটি রসুন বোঝাই করে যাত্রী নিয়ে সুলতানপুর থেকে ঝলমলিয়া বাজারে বিক্রির জন্য আসছিলেন। সকাল সাড়ে ৬টায় নাটোর থেকে রাজশাহীগামী ট্রাক

ঝলমলিয়া বাজারে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সামাদ শেখ ও শহিদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আহত আরো দুইজনকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …