শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় ৪টি শুটারগানসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

পুঠিয়ায় ৪টি শুটারগানসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া:

রাজশাহীর পুঠিয়ায় বাদাম বিক্রেতার ডালার ভেতর থেকে ৪টি ওয়ান শুটারগান ৬ রাউন্ড গুলিসহ মিলন হোসেন (২৬) নামের একজন অস্ত্র ব্যবসায়িকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-৫ সদস্যরা। গ্রেপ্তারকৃত মিলন হোসেন চারঘাট উপজেলার ভাটপাড়া ঝাউবনা গ্রামের আতাউর রহমানের ছেলে।

শুক্রবার (১৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন র‍্যাব সদস্যরা। র‍্যাব-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মহাসড়কের শিবপুর হাট এলাকায় অবস্থান নেন। এ সময় ১ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ি বাদাম বিক্রেতার ছদ্দবেশে ভ্যানযোগে আসছিল। পথে তার বাদামের ডালা তল্লাসি করা হলে ৪টি ওয়ান শুটারগান ৬ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই রাতেই তার বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।

আর গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়িকে থানায় সোর্পদ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়িকে শনিবার দুপরে জেল-হাজতে পাঠানো হবে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *