শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় সড়ক নষ্ট করায় ইটভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা

পুঠিয়ায় সড়ক নষ্ট করায় ইটভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় পাকা সড়ক নষ্ট করার অভিযোগে একটি ইটভাটার মালিক জের মোহাম্মদকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদণ্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রাজশাহীর  পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের ধোকড়াকূল এলাকায়  মাটি ফেলে নষ্ট করে এমআর নামে একটি ইটভাটা। এতে সড়কটি ক্ষতিগ্রস্ত হয় এবং জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। এই বিষয়ে এলাকাবাসী অনেক অভিযোগ দিয়েছে।

ইট ভাটার মালিককে বার বার সতর্ক করা হয়েছে কিন্তু তারা শুনেনি। আজ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …