নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
পুঠিয়ায় সংবর্ধিত হলেন অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরী মেয়ে জামাই সুধীজন। শনিবার দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাননীয় সচিব, বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় বাবু শংকর গোবিন্দ চৌধুরীর কনিষ্ঠ জামাতা সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, তাঁর সহধর্মিণী রক্তিমা চক্রবর্তী শেলী এবং স্বর্গীয় বাবু শংকর গোবিন্দ চৌধুরীর সেজো মেয়ে, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক, সাথে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি )।
পুঠিয়া গোবিন্দ মন্দির পরিদর্শনে গেলে তাঁদের পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির পক্ষ থেকে উত্তোরীয় পরিয়ে সম্মানিত করা হয়।
এসময় হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি চঞ্চল কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক পল্লব কুমার সেন গুপ্ত, যুগ্ম-সম্পাদক সুমন কুমার সরকার, প্রচার সম্পাদক সমীর কুমার দাস, সাহিত্য সম্পাদক বিদ্যুৎ কুমার দাস এবং সংবাদ পেয়ে ছুটে আসেন সভাপতি এডঃ সুশান্ত কুমার ঘোষ। শংকর গোবিন্দ চৌধুরী পরিবারের লোকজনকে পেয়ে তারা আবেগাপ্লুত হন।
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় সংবর্ধিত হলেন অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরীর মেয়ে-জামাই-সুধীজন
আরও দেখুন
পুঠিয়ায় অবৈধভাবে মার্কেট নির্মাণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আদেশের পরও অবৈধ মার্কেট ভাঙছে না ইউএনও
নিজস্ব প্রতিবেদক পুঠিয়া,,,,,,,,,,,,রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে উপজেলা …