মঙ্গলবার , ডিসেম্বর ৩১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদল নেতাকর্মীদের মতবিনিময়

পুঠিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদল নেতাকর্মীদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক পুঠিয়া,,,,,,,,,শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানেশ্বর সরকারি কলেজে
শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পুঠিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে বানেশ্বর সরকারি কলেজের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুঠিয়া উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক ও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। পরে কেন্দ্রীয় নেতা কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন।

মতবিনিময় সভায় রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। তারপর টোটাল রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। গতানুগতির রাজনীতির ধারা সেটা আর নেই। আমরা সবাইকে জানাতে এসেছি আমাদের দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা। এই দফার মধ্যে সাধারণ মানুষের সব উত্তর রয়েছে।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করতে সক্ষম হয়েছে। ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে তাদের কর্মকাণ্ডের জন্য। আগামীতে দেশের প্রতিটা স্কুল কলেজে সুন্দর শৃঙ্খলা রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষ। এই ৩১ দফাকে বাংলাদেশের মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করেন রাকিবুল ইসলাম রাকিব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব আল-আমীন, যুগ্ম আহ্বায়ক রুবেল আলী, মহানগর ছাত্রদলের আহবায়ক আকবর হোসেন জ্যাকি, সদস্য- সচিব সৌরভ হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর সবুর বুলেট, যুগ্ম সম্পাদক অন্তর হোসেন, বানেশ্বর কলেজ ছাত্রদলের আহবায়ক রাজু আহমেদ সিজার, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন, শিমুল ইসলাম, সোহানুর রহমান সোহান, সাব্বির হোসেন, সুমিত সরকার, নুসরাত জাহান বর্ষা, সম্পা খাতুন, মায়া খাতুনসহ নেতারা।

আরও দেখুন

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …