সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় রাসিক মেয়র লিটনসহ করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পুঠিয়ায় রাসিক মেয়র লিটনসহ করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এসএম কামাল, রাজশাহী- ৪ (বাগমারা)  আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী- ৩ (পবা-মোহনপুর) আসনের এমপি এ্যাড. আয়েন উদ্দিন, রাজশাহীর বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব জিএসএম জাফরউল্লাহ ও জেলা প্রশাসক আব্দুল জলিলসহ করোনা ভাইরাসে আক্রান্ত সকলের করোনা থেকে মুক্তি ও তাদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) দুপুর ৩টায় পুঠিয়া উপজেলা পরিষদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা হাফেজ মওলানা মশিউর রহমান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যন সাজ্জাদ হোসেন মুকুল, ভালুকগাছী ইউপি চেয়ারম্যান তাকবীর হাসান প্রমূখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …