নিজস্ব প্রতিবেদক:
প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই গরম থেকে পরিত্রাণ ও বৃষ্টির আশায় রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের পি এন স্কুল মাঠে ইসতিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
বুধবার (১৯ এপ্রিল) বাদ যোহর খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ ইসতিস্কার নামাজের আয়োজন করেন পুঠিয়া উপজেলা ওলামা পরিষদ। এতে উপজেলার প্রায় ৫ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ারুল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ্ পিএএসহ স্থানীয় মুসল্লিগণ নামাজে অংশ গ্রহন করেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিস্কা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।