রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

পুঠিয়ায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া (রাজশাহী):
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা রফিক হাজীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি জিউপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং সার কীটনাশক ব্যবসায়ী।

সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকাল দশটার দিকে রফিক হাজী পুঠিয়া থানায় একটি অভিযোগ করেছেন।

রফিক হাজী জানান, বর্তমান পরিস্থিতিতে গ্রেফতার হওয়ার আশঙ্কায় তিনি রাতের বেলা বাড়িতে থাকেন না। মঙ্গলবার ভোরে তার স্ত্রী তাকে ডাকাতির ঘটনা জানায়।

তার স্ত্রী বলেন, আমার স্বামী বাড়িতে ছিল না। ৬/৭ জন লোক সোমবার দিবাগত রাতে তার বাড়ির দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। এসময় প্রত্যেকের মুখ কাপড়ে ঢাকা ছিল এবং তাদের হাতে ধারালো ও আগ্নেয়াস্ত্র ছিল। তারা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে ১৬/১৭ ভরি স্বর্ণালঙ্কার সহ তিন লাখ টাকা নিয়ে গেছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …