শনিবার , এপ্রিল ২৬ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় বিএনপির নেতা কাদের ও তার ছেলে রায়হানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পুঠিয়ায় বিএনপির নেতা কাদের ও তার ছেলে রায়হানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক পুঠিয়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,রাজশাহীর পুঠিয়ায়  চাঁদাবাজি, দুর্নীতি, জোরপূর্বক জমি দখল, পুকুরের মাছ চুরি, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল কাদের ও তার ছেলে রায়হানের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া স্হানীয় আওয়ামীলীগ নেতা মিঠু ও মাসুদের সহযোগিতায় বিএনপি কর্মীদের নির্যাতন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার গাওপাড়া বাজার থেকে মহাসড়ক থেকে সেনভাগ বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে পুরাতন সেনভাগ বাজারে এসে একটি পথসভা করা হয়।

বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় কমিটি কর্তৃক  তদন্তের দাবি জানিয়ে ৬ নং জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল কাদেরকে দল থেকে দ্রুত সময়ের মধ্যে বহিষ্কারের দাবি জানানো হয়।

বিক্ষোভ পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন, কৃষক দলের যুগ্ম-আহবায়ক শামীম হাসান, জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর মাস্টার, জলিল মোল্লা, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, হায়দার, তরিকুল ইসলাম, শামীম, মুক্তারুল ইসলাম টিটু, যুব নেতা রান্টু শাহ, ওয়ার্ড কৃষক দলের সভাপতি শরিফুল ইসলামসহ স্থানীয় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও দেখুন

সৌন্দর্য বর্ধন ও দৃষ্টিনন্দন রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

পৌর প্রশাসক মো. মেহেদী হাসান নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বৃহস্পতিবার (২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *