রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় বাস চাপায় চাচা-ভাতিজা নিহত

পুঠিয়ায় বাস চাপায় চাচা-ভাতিজা নিহত

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:

রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার তেতুলিয়া গ্রামের আক্কাস আলীর পুত্র মহাব্বত হোসেন (২৫) ও তার ভাতিজা জেকের আলীর পুত্র সাঈদ সারোয়ার (২২)।

সকাল সোয়া ১০ টার দিকে এদুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ দুটি স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাহেরপুর থেকে বাসটি পুঠিয়া হয়ে ঢাকা যাচ্ছিলো। সকাল সোয়া ১০ টার দিকে ঘটনাস্থলে দ্রুত গতিতে মোটরবাইকটি এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাইকটি বাসের নিচে চাপা পড়ে আটকে যায়। ঘটনাস্থলেই নিহত দুজন মারা যান। পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান জানান, এমপি সাফারি নামের বাসটি তাহেরপুর থেকে আসছিলো। দ্রুত গতিতে এসে বাইকটি বাসের নিচে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এঘটনায় থানায় দুর্ঘটনার মামলা হয়েছে। চালক পলাতক আছে। কাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …