নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
পুঠিয়ায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সার্বিক তত্ত্বাবধায়নে পুঠিয়া ও দুর্গাপুরের পুরোহিতের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার সাড়ে চারটার দিকে পুঠিয়া গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া হিন্দু কল্যাণ সংস্থার সমিতির সহ-সভাপতি শ্রী চঞ্চল কুমার চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি শ্রী তপন কুমার সেন।
আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ন সম্পাদক শ্রী প্রদ্যুৎ কুমার সরকার, পুঠিয়া হিন্দু কল্যাণ সংস্থার সমিতির সাধারণ সম্পাদক পল্লব কুমার সেনগুপ্ত, অধ্যাপক স্বপন কুমার নিয়োগী, অমল কুমার ঘোষ, অর্পণ কুমার সরকার, জয়জয়ন্তী মালতি সরকার প্রমুখ।
এ সময় পুঠিয়া ও দুর্গাপুর থানার মোট ২৭ জন পুরোহিতের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আরও দেখুন
পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …