শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় পুকুর খনন করায় ২ ভেকু জব্দ, জ‌রিমানা

পুঠিয়ায় পুকুর খনন করায় ২ ভেকু জব্দ, জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন এলাকায় ফস‌লি জ‌মি থে‌কে মা‌টি কাটার অপরা‌ধে দুইটি ভেকু মেশিন জব্দ ও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দু’টি এক্সক্যাভেটর মেশিন (ভেকু) জব্দ করে শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মকুলের জিম্মায় প্রদান করা হয়।

বুধবার (২ আগষ্ট) বিকালে পুঠিয়া থানা পুলিশের একটি টিম স‌ঙ্গে নি‌য়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এ ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনা কালে শিলমাড়িয়া ইউনিয়নে আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে একজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, ফসলি জমিতে পুকুর খননের কোনো অনুমতি নাই। এক ব্যা‌ক্তি ভেকু চালিয়ে ফসলি জমিতে পুকুর খনন কর‌ছিল। তাই তাকে আইনের আওতায় এনে ব্যবহৃত দুইটি ভেকু জব্দ ও জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এ অভিযান চলমান থাকবে। 

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …