রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় নবনির্বাচিত এমপি দারা’কে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা

পুঠিয়ায় নবনির্বাচিত এমপি দারা’কে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া (রাজশাহী):
রাজশাহী- ৫ পুঠিয়া-দূর্গাপুরের নবনির্বাচিত সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারা’কে সংবর্ধনা দিয়েছেন পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

শনিবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে পুঠিয়া সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি’র আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি গোলাম মোস্তফা সরদার।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী- ৫ আনের নবনির্বাচিত এমপি আব্দুল ওয়াদুদ দারা।সংবর্ধনা অনুষ্ঠানে ওই সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূর হোসেন নির্ঝরসহ শিক্ষক সমিতি’র নেতৃবৃন্দ ।

এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার দেবাশীষ বসাক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মকুল, উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবিসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাসহ রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, শিক্ষক সমাজে আপনারা কেউ কোন ভেদাভেদ সৃষ্টি করবেন না। শিক্ষকদের ভিতর কোন ভেদাভেদ আমি দেখতে চাই না, শুনতেও চাই না, সব এক, শিক্ষকরা একটা জাতি, শিক্ষকদের কোন দল নাই, এখানে সব এক, এক জাতি, শিক্ষকরা হচ্ছেন মানুষ করার কারিগর, আপনারা সবাই ঐক্যবদ্ধ  থাকবেন। আমি আপনাদের পাশে আছি, থাকবো। আমি আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। 

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …