সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় দুই ট্রাকের মূখোমুখি সংর্ঘষে আহত-৪

পুঠিয়ায় দুই ট্রাকের মূখোমুখি সংর্ঘষে আহত-৪



নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় দু’টি ট্রাকের মূখোমুখি সংর্ঘষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়েছেন। আহতরা সকলেই দু’গাড়ির চালক ও হেলপার।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের শিবপুর হাট ১৫ মাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে (শিবপুরহাট) ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে ঢাকাগামি একটি কাঁচামাল বোঝাই ট্রাকের চাকা ফেটে যায়। এতে ওই ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরিতগামি অপর একটি ট্রাককে সজরে ধাক্কা মারে। এতে উভয় গাড়ির চালক-হেলপার গুরুতর আহতে হয়েছেন। তবে তৎক্ষনিক আহতরা হাসপাতালে চলে যাওয়ায় তাদের নাম পরিচয় জানা যায়নি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …