মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় ট্রাক চাপায় সস্ত্রীক বিজিবি সদস্য নিহত

পুঠিয়ায় ট্রাক চাপায় সস্ত্রীক বিজিবি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
পুঠিয়ায় ট্রাক চাপায় বিজিবি সদস্য স্বামী স্ত্রীসহ নিহত হয়েছেন। নিহতরা হলেন পুঠিয়া পালোপাড়া গ্রামের ওয়ারেশ আলীর কন্যা রুমা (৩৫) ও তার স্বামী নাটোরের তেলকুপি এলাকার বিজিবি সদস্য মো. আজিম উদ্দীন (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়ায় শ্বশুড়বাড়ীতে বেড়াতে এসেছিলেন তারা। বুধবার বেলা ১১ টার দিকে নাটোরে ফেরার পথে রাজশাহীগামী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আজিম। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন রুমাকেও।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, নিহতদের মরদেহ পুঠিয়া উপজেলা হাসপাতালে রয়েছে। চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …