রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / কৃষি / পুঠিয়ায় ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

পুঠিয়ায় ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
পুঠিয়ায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে পড়েছে এলাকার কৃষকেরা। মঙ্গলবার (১১ মে) ভোররাত থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া, বড়বাড়িয়া, গদপাড়া, কাশিয়াপুকুর, তেবাড়িয়া, পচামাড়িয়া, নান্দিপাড়া, মোল্লাপাড়া, শক্তিপাড়া, যশোপাড়া, কানমাড়িয়া, রাতোয়ালসহ ইউনিয়নটির পুরো এলাকা এবং ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল এলাকার উপর দিয়ে এ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি বয়ে যায়।

এতে উঠতি ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উঠতি ফসলের ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে বোরো ধান, পাট, আম, লিচু ও বিভিন্ন ধরনের সবজি। এছাড়াও পানের বরজের ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়ায় ও শিলাবৃষ্টিতে এলাকার আধাপাকা ও কাঁচা ঘরবাড়ির টিনের চাল শিলাবৃষ্টিতে ঝাঁঝরা হয়ে গেছে। অনেক যায়গায় ঘরবাড়ির টিনের চালা ও ছনের চাল উড়ে গেছে। বর্তমানে অনেকেই ঘরের ছাদহীন হয়ে খোলা আকাশের নিচে রয়েছে। ভোররাতে বয়ে যাওয়া ঝোড়ো হওয়া ও শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইউনিয়নের কার্তিকপাড়া, বড়বাড়িয়া ও তার আশেপাশের এলাকায়। তবে এখনও এলাকায়  ঝড়ো হাওয়সহ বৃষ্টি হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুইয়া ভোরা রাতের ঝড়ো হওয়া ও শিলাবৃষ্টিতে ফসলে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এলাকায় ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ শুরু  করেছে। তারা রিপোর্ট দিলে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …