শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / কৃষি / পুঠিয়ায় ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

পুঠিয়ায় ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
পুঠিয়ায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে পড়েছে এলাকার কৃষকেরা। মঙ্গলবার (১১ মে) ভোররাত থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া, বড়বাড়িয়া, গদপাড়া, কাশিয়াপুকুর, তেবাড়িয়া, পচামাড়িয়া, নান্দিপাড়া, মোল্লাপাড়া, শক্তিপাড়া, যশোপাড়া, কানমাড়িয়া, রাতোয়ালসহ ইউনিয়নটির পুরো এলাকা এবং ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল এলাকার উপর দিয়ে এ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি বয়ে যায়।

এতে উঠতি ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উঠতি ফসলের ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে বোরো ধান, পাট, আম, লিচু ও বিভিন্ন ধরনের সবজি। এছাড়াও পানের বরজের ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়ায় ও শিলাবৃষ্টিতে এলাকার আধাপাকা ও কাঁচা ঘরবাড়ির টিনের চাল শিলাবৃষ্টিতে ঝাঁঝরা হয়ে গেছে। অনেক যায়গায় ঘরবাড়ির টিনের চালা ও ছনের চাল উড়ে গেছে। বর্তমানে অনেকেই ঘরের ছাদহীন হয়ে খোলা আকাশের নিচে রয়েছে। ভোররাতে বয়ে যাওয়া ঝোড়ো হওয়া ও শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইউনিয়নের কার্তিকপাড়া, বড়বাড়িয়া ও তার আশেপাশের এলাকায়। তবে এখনও এলাকায়  ঝড়ো হাওয়সহ বৃষ্টি হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুইয়া ভোরা রাতের ঝড়ো হওয়া ও শিলাবৃষ্টিতে ফসলে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এলাকায় ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ শুরু  করেছে। তারা রিপোর্ট দিলে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …