রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় জেলা যুবদল সভাপতির সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

পুঠিয়ায় জেলা যুবদল সভাপতির সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
করোনায় আক্রান্ত রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ও তার পরিবারের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বাদ আছর কাজিপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে পুঠিয়া পৌর যুবদল। 

জানা গেছে, রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন স্ব-পরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন তার ও পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করে পুঠিয়া পৌর যুবদল। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর যুবদলের আহ্বায়ক নেফাউর রহমান সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবীব, ফারুক রায়হান, মাহার আলী, জাহিদুল ইসলাম শেখসহ পৌর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …