নিজস্ব প্রতিবেদক পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় কিশোর অপরাধ চক্রের হোতা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১ টার দিকে প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।এর আগে শুক্রবার দুপুরে মোবাইল ফোন ছিনতাইকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনকে (২২) জনসম্মুখে প্রকাশ্য দিবালোকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে সাব্বির।এ ঘটনায় ভুক্তভোগী রাতে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।আহত মোস্তাক সদরের কাঁঠালবাড়িয়া (ঢাকাপাড়া) গ্রামের হাকিম আলীর ছেলে। গ্রেফতারকৃত সাব্বির হোসেন (২৩) পূর্ব কাঁঠালবাড়িয়া গ্রামের সাবেক সেনা সদস্য বাবলু আলীর ছেলে।এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, ভুক্তভোগী শুক্রবার রাত দশটার দিকে থানায় সাব্বিরসহ চারজনের বিরুদ্ধে একটি অভিযোগ দেন। পরে পুলিশ প্রযুক্তির মাধ্যমে প্রধান অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক সাব্বিরকে শনিবার বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …