সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীর হামলায় ছাত্রলীগ‌নেতা আহত

পুঠিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীর হামলায় ছাত্রলীগ‌নেতা আহত

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগ নেতা মোস্তাক হোসেনকে (২৪) রামদা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী সাব্বির হোসেনের (২৬) বিরুদ্ধে। আহত মোস্তাক পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১১ আগস্ট) পৌণে ১১টার দিকে উপজেলার কাঁঠালবাড়ীয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মোস্তাক পুঠিয়া পৌর সদরের ঢাকা পাড়া এলাকার হাকিম আলীর ছেলে।

মোস্তাক জানান, কিছু দিন আগে তার বন্ধু মিজানের মোবাইল কেড়ে নেয় মাদক ব্যবসায়ী ও সেভেন স্টার গ্রুপের সদস্য সাব্বির হোসেন। তার কাছে আজ শুক্রবার দুপুরে মোবাইলটা আনতে যাই। সাব্বিরের কাছে মোবাইল চাইলে সে ঘর থেকে রামদা হাতে বের হয়ে তাকে কোপ মারে। পরে আহত অবস্থায় তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। আহত মোস্তাকের পরিবার থেকে যোগাযোগ করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …