নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর পুঠিয়ায় করোনা রোগী সনাক্ত হওয়ায় নাটোরের সিমান্ত এলাকার দুইটি গ্রাম লকডাউন করেছে প্রশাসন। আজ সোমবার দুপুরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ও ছাতনী গ্রাম দুইটি লকডাউনের ঘোষণা দেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এ সময় রাজশাহী থেকে নাটোরের এলাকায় কোন যানবাহন যেন প্রবেশ করতে না পারে সেজন্য নাটোর রাজশাহী মহাসড়কে পুলিশ চেক পোষ্ট বসানো হয়।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, রাজশাহীর পুঠিয়ায় করোনা রোগী সনাক্ত হয়েছে। এর ফলে পুঠিয়া ও নাটোরের সীমান্ত এলাকা কাফুরিয়া এবং ছাতনী গ্রাম দুইটি পুঠিয়ার পার্শ্ববর্তী গ্রাম হওয়ায় সেখানে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গ্রাম দুইটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এছাড়াও রাজশাহী থেকে জরুরী যানবাহন ছাড়া যেন কোন গাড়ী নাটোরে প্রবেশ করতে না পারে সেজন্য পুলিশী চেকপোস্ট বসানো হয়েছে। ওই দুই গ্রামের মানুষকে অযথা বাড়ীর বাহিরে বের না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। পরে পুলিশের পক্ষ থেকে ওই দুইটি গ্রামের দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …