বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় ঐতিহাসিক শিব মন্দিরের ব্যোম ব্যোম অনুষ্ঠান এগিয়ে আনা হলো

পুঠিয়ায় ঐতিহাসিক শিব মন্দিরের ব্যোম ব্যোম অনুষ্ঠান এগিয়ে আনা হলো

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া
পুঠিয়ায় ঐতিহাসিক শিব মন্দিরের ব্যোম ব্যোম অনুষ্ঠান এগিয়ে আনা হলো পুঠিয়া মহাপূণ্য নগ্ন পদযাত্রা এবং শিব শিলায় গঙ্গাজল অর্পণ (ব্যোম ব্যোম) বিশেষ কারণে এগিয়ে আনা হলো যার পূর্ব নির্ধারিত তারিখ ছিল ১২ আগস্ট সোমবার। পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সাধারণ সম্পাদক পল্লব কুমার সেনগুপ্ত এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য ঐদিন মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও দেখুন

নাটোরে হেরোইন সহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে হিরোইন সহ মোছাঃ সুবর্না আক্তার সোনিয়া (২৮) নামের এক নারী বাস যাত্রীকে আটক …