বুধবার , নভেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় এক আইনজীবী করোনা আক্রান্ত,৩ টি বাড়ি লকডাউন

পুঠিয়ায় এক আইনজীবী করোনা আক্রান্ত,৩ টি বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় করোনা আক্রান্ত আইনজীবীর বাড়িসহ তার সংস্পর্সে আসা আরো দুটি বাড়ি লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। আক্রান্ত ব্যক্তি গত ৫ জুন ঢাকা থেকে এসে করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় উপজেলাধীন ভালুকগাছি ইউনিয়নের মোহনপুর গ্রামে তার নিজ বাড়ি গিয়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ ১১ (১) (২) (৩) ধারা অনুযায়ী তিনটি বাড়ি লকডাউন ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওলিউজ্জামান।

ওই আইনজীবীর নাম আসাদুজ্জামান (৩৩), তার পিতার নাম আ. সালাম, ৬ জুন করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করা হয় এবং আজ ৭ জুন তার শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যাওয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওলিউজ্জামান জানান, আক্রান্ত আসাদুজ্জামানের পরিবার এবং পার্শ্ববর্তী আরও ০২টি পরিবার আসাদুজ্জামান এর সংস্পর্শে আসায় উক্ত ব্যক্তি ও বাড়িঘর সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ ১১ (১) (২) (৩) ধারা অনুযায়ী লকডাউন ঘোষনা করা হয়েছে।

লকডাউনকৃত পরিবারসমূহকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সুযোগ সুবিধা প্রদান করা হবে বলেও জানান তিনি।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …