শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

পুঠিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক পুঠিয়া,,,,,,,,,,,রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  দুপুর ১২ টায় উপজেলার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও এ কে এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ আল-আমীন সরকার,
উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা ফরিদুল ইসলাম, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, পবা হাইওয়ে (শিবপুর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, সমাজ সেবা অফিসার রবিউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল আমিন, বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ স্থানীয় সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর মাসিক সভায় সকলের উদ্দেশ্যে বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা কার্যক্রম কোন সময় যেন অবনতি না হয় সেই দিকে সতর্ক থাকতে হবে এবং জনগণের সার্বিক সেবা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। 

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …