রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়াতে ‘বিলুপ্ত হাসির সন্ধানে’ সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

পুঠিয়াতে ‘বিলুপ্ত হাসির সন্ধানে’ সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ


পুঠিয়াতে পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের হাতে ইফতারসামগ্রী তুলে দিচ্ছেন বিলুপ্ত হাসির সন্ধানের পুঠিয়া শাখার সংগঠনটি। রমজান মাসজুড়েই এই সংগঠনটি পথশিশু, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষসহ দায়িত্বের খাতিরে পথে থাকা মানুষকে ইফতার করিয়ে যাচ্ছেন। এই উদ্যোগের পেছনে রয়েছে একদল তরুণ স্বেচ্ছাসেবক।

গতকাল (২০মে) উপজেলার তারাপুর, গোপালহাটি, দুদুরমোড়, কাঁঠালবাড়িয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেন।


এ বিষয়ে বিলুপ্ত হাসির সন্ধানের পুঠিয়া শাখার সভাপতি জয়ন্ত কুমার ঘোষ বলেন, করোনা পরিস্থিতিতে পুরো রমজান মাস জুড়িই আমাদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আমরা অসহায় মানুষের পাশে থাকার চেস্টা করে যাচ্ছি।


বিলুপ্ত হাসির সন্ধানের সংগঠনটির সাধারণ সম্পাদক দিপ কুন্ডু বলেন, করোনা পরিস্থিতিসহ সকল দূর্যোগের সময় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং সর্বদা মানুষের সাহায্যের জন্য এগিয়ে যাবো।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …