সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়াতে ‘একটি শিশু একটি গাছ’ কার্যক্রমের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

পুঠিয়াতে ‘একটি শিশু একটি গাছ’ কার্যক্রমের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় গ্লোবাল ক‌মিউ‌নি‌টি অরগানাই‌জেশ‌ন (জি‌কো) এর “একটি শিশু একটি গাছ” কার্যক্র‌মের উদ্যোগে সদ্য ভূমিষ্ঠ্য থেকে ১ বছরের কম বয়সী শিশুদের মাঝে একটি করে গাছের চারা উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জিউপাড়া এলাকায় সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফলের চারা বিতরণ করা হয়।

গ্লোবাল ক‌মিউ‌নি‌টি অরগানাই‌জেশ‌ন (জি‌কো) এর জিউপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম, পুঠিয়া উপজেলা শাখার সভাপতি মইমুর রহমান, জিউপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনি, সদস্য আল আমিন, লিমন, স্বাধীন, মোস্তাকিম, জাহিদ হাসান, নয়ন প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন আলোর মিছিল সেবা ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হোসেন, সদস্য রাব্বি, মেরাজুল ইসলাম লায়েচ প্রমুখ।

উল্লখ্য, ২০১৮ সাল থেকে অদ্যবধি প্রায় ১৭ হাজার শিশুকে গাছের চারা উপহার দিয়েছে এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে সংস্থা‌টি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …