বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়াতে আজ ৫ জন করোনা রোগী শনাক্ত

পুঠিয়াতে আজ ৫ জন করোনা রোগী শনাক্ত


নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
দীর্ঘদিন পর রাজশাহীর পুঠিয়া উপজেলায় আজ ৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ফলে এলাকায় এক ধরনের অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রবিবার (৩০ মে ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে নমুনা দেন মোট ১১ জন। নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে উপজেলার বানেশ্বরের ১ জন, শিলমাড়িয়া এলাকায় ২ জন, চারঘাটের নিমপাড়া এলাকায় ২ জন।

ডাক্তার আব্দুর রাজ্জাক আরো বলেন, আক্রান্ত সবাইকে চিকিৎসা দিয়ে বাড়িতে আইসোলেসনে পাঠানো হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ সবাইকে মাস্ক পরিধান ব্যতীত বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …