সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / পুকুর সেচতে গিয়ে মৃত্যু 

পুকুর সেচতে গিয়ে মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে  আল মামুন (২৫) নামের এক যুবক নিহত। আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার তিরাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন একই গ্রামের মোঃ রফিকুল হোসেনের ছেলে।

 নিহতের পারিবারিক সূত্রে জানা যায় আজ ১৮ এপ্রিল দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে ইলেকট্রিক মটর দিয়ে পানি সেচতে যায় আল মামুন। 

এ সময় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে বৈদ্যুতিক তারের লিকেজের কারণে পানি বিদ্যুতায়িত হয়। কচুরিপানা পরিষ্কার করার একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল মামুনকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …