রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / পিপরুলে ৪২তম জেল হত্যা দিবস উদযাপিত

পিপরুলে ৪২তম জেল হত্যা দিবস উদযাপিত

বিশেষ প্রতিবেদক:
নলডাঙ্গা’র পিপরুল ইউনিয়নে ৪২তম জেল হত্যা দিবস উপলক্ষে  আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ১০টায় আব্দুল হামিদ রিপনের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।

এ সময় বক্তব্য রাখেন পিপরুল ইউনিয়ন আ. লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান কলিমউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার, যুবলীগ সভাপতি নজরুল ইসলাম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ শাহজালাল। বক্তারা সবাই  মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাঁর ঘনিষ্ঠ বিশ্বস্ত সহচর জাতীয় চার নেতার অবদান ও জেল হত্যার কলঙ্কিত ইতিহাস বর্ণণা করেন।

এ সময় ছাত্রলীগের সভাপতি মিশনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগি অঙ্গসংগঠনের নেতা কর্মীরা  উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের  সমাপ্তি হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …