রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / পিতার জন্য নৌকায় ভোট প্রার্থনা শিশু অরিন ফেরদৌসের

পিতার জন্য নৌকায় ভোট প্রার্থনা শিশু অরিন ফেরদৌসের



নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচন। গণসংযোগ, মাইকিং, পোষ্টারিং ও ব্যানার-ফেস্টুনে প্রচারণা এখন তুঙ্গে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌসের পক্ষে নৌকা মার্কায় প্রচারণায় নেমেছে তার সাত বছরের শিশুপুত্র অরিন ফেরদৌস। 

শুক্রবার বিকেলে পৌরসভার ১ ও ৩ নং ওয়ার্ডে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করতে দেখা গেছে। কয়েকজন সহপাঠি বন্ধুদের নিয়ে শিশু অরিন ফেরদৌস ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেছেন। তার এই প্রচারণা দেখে সবাই মুগ্ধ হয়েছেন। শুক্রবার শিশু অরিন ফেরদৌসের প্রচারণার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় মেয়র জান্নাতুল ফেরদৌস নিজেই ।

আ’লীগ দলীয় সূত্র জানিয়েছে, পৌর নির্বাচন ঘিরে দল মনোনীত প্রার্থী বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌসের পক্ষে কাজ করছেন দলীয় নেতা কর্মীরা। সিংড়ায় ইতিমধ্যে দলীয় কোন্দল নিরসন হয়েছে। আগামী ৩০ জানুয়ারী তৃতীয় ধাপে সিংড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …