শনিবার , এপ্রিল ২৬ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / পিতার ওপর অভিমান: অতঃপর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার!

পিতার ওপর অভিমান: অতঃপর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকা থেকে সাদেকুন নাহার (১৩) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে সপ্তম শ্রেণীর এই ছাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, গত রাতে নাটোরের নব-বিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সাদেকুন নাহারকে লেখা-পড়া নিয়ে বকা দেয় পিতা কামাল হোসেন। এরপর রাতের কোন এক সময় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে স্কুল ছাত্রী সাদেকুন নাহার। পরে মঙ্গলবার ভোরে মেয়ের নিজ শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেয় পরিবারের লোকজন।

এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

আরও দেখুন

সৌন্দর্য বর্ধন ও দৃষ্টিনন্দন রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

পৌর প্রশাসক মো. মেহেদী হাসান নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বৃহস্পতিবার (২৪ …