মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / পিছিয়ে পড়া নারীর মান উন্নয়নে সরকারের উদ্যোগ

পিছিয়ে পড়া নারীর মান উন্নয়নে সরকারের উদ্যোগ

নিউজ ডেস্ক:
সমাজের পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনযাপনের মান উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা শক্তিশালী করন শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাইফুল হাসান বাদল বলেন, নারীদের পিছিয়ে রেখে এসডিজি অর্জন সম্ভব নয়। তাই গ্রামীন নারীর মতায়নের লক্ষ্যে টেকসই কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে।

পরিবর্তনের লক্ষ্যে নারীর অগ্রযাত্রায় পরিবার পরিকল্পনায় স্মার্ট এডভোকেসি ব্যবহার নির্দেশিকা সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করেন বক্তারা।

অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধে টেকসই পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে বক্তারা জানান, বাল্যবিবাহ বন্ধ হলে মা ও শিশু মৃত্যু ত্রিশ ভাগে কমিয়ে আনা সম্ভব।

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …