সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / পা পিছলে গলায় ফাঁস লেগে ঝুলে থাকলেন গাছি

পা পিছলে গলায় ফাঁস লেগে ঝুলে থাকলেন গাছি

নিজস্ব প্রতিবেদক:

পা পিছলে গলায় ফাঁস লেগে ঝুলে থাকলেন আফসার আলী(৪০) নামের এক গাছি। কতক্ষণ ঝুলে ছিল তার মরদেহ কেউ বলতে পারেন না। আজ ২১ আগস্ট সোমবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার বারঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আফসার আলী নলডাঙ্গা উপজেলার বিপ্রভেল ঘুড়িয়া গ্রামের মৃত জব্বার আলীর ছেলে। এলাকাবাসী জানায়, আজ সোমবার সকালে সদর উপজেলার বারঘরিয়া গ্রামের জনৈক আরিফ শেখের ডাব গাছ পরিস্কার করতে যায় আফসার আলী। ডাব গাছের মাথায় কাজ করার সময় হঠাৎ পা পিছলে গাছ থেকে পড়ে যাবার সময় দড়ির গলায় ফাঁস লেগে আটকে যান আফসার। এতে ঘটনা স্থলেই ফাঁস লেগে মারা যান তিনি। ঝুলে থাকা অবস্থায় লোকজন দেখতে পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসে ফোন করলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তার মরদেহ গাছ থেকে নামায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …