বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বন্দরে লাইবেরিয়ান জাহাজ

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বন্দরে লাইবেরিয়ান জাহাজ

নিউজ ডেস্ক:
পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরে ৪০ হাজার ২২৫ মেট্রিক টন কয়লা নিয়ে নোঙর করেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি ওসান ব্রেভ। শনিবার (২৯ জুলাই) সকালে পায়রা বন্দরের রাবমাবাদ চ্যানেলে এসে পৌঁছায়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের ডি ডি রাজিব সারোয়ার বলেন, জাহাজটি ইন্দোনেশিয়ার বালিক পাপান বন্দর থেকে প্রথমে সিঙ্গাপুর বন্দরে আসে। সেখান থেকে পায়রা বন্দরে শনিবার সকালে নোঙর করে। প্রায় দশ হাজার মেট্রিকটন কয়লা লাইটারে করে খালাসের পর জাহাজটি শনিবার সন্ধ্যা বা রোববার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে। 

উল্লেখ্য, ২০ দিন বন্ধ থাকার পর ২৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট চালু হওয়ার পরে এ নিয়ে মোট ১২টি জাহাজ কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে। বর্তমানে পায়রা বন্দরের দুটি ইউনিটই সচল রয়েছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …