সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / পাবনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে সভা

পাবনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে সভা

ভোক্তাদের সেবার মান নিশ্চিতে দেশের ভোক্তা অধিকার অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। এবং এ কাজে জনসাধারণও যাতে এগিয়ে আসে সে কারণে পাবনার আটঘরিয়ায় নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় বন্ধে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। 
জেলা ওষুধ প্রশাসন ও আটঘরিয়া উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির আয়োজনে মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
আটঘরিয়া উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। অন্যান্যের মধ্যে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক কেএম মুহসীনিন মাহবুব, উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আবু মুসাসহ আরও অনেকে বক্তব্য দেন। সভা শেষে উপজেলার বিভিন্ন ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও নকল ওষুধ সংরক্ষণের জন্য পাত্র বিতরণ করা হয়।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …