নিজস্ব প্রতিবেদক, পাবনা:
সরকারবিরোধী নাশকতামূলক বৈঠক চলাকালে পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ ৫ শীর্ষনেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট ও বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খাঁন, নায়েবে আমীর অধ্যাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস শাকুর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, সরকারবিরোধী ও নাশকতার পরিকল্পনা নিয়ে জামায়াত নেতারা গোপন বৈঠক করছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনার দারুল আমান ট্রাস্টে অভিযান চালানো হয়। এসময় বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। এ সময় সরকার বিরোধী লিফলেট,বইসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিবির ওসি। পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন বলেন, এটা কোন দলীয় বৈঠক নয়, দারুল আমান ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের বৈঠক চলছিল। এসময় ট্রাস্টের কেন্দ্রীয় মসজিদের খতিবসহ ৫ জনকে অন্যায়ভাবে পুলিশ আটক করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, দারুল আমান ট্রাস্ট একটি বহুমুখী সামাজিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। গত দুই বছর যাবত আমাদের এখানকার বার্ষিক ওয়াজ মাহফিল প্রশাসন বন্ধ রেখেছে।
আর আজ আমাদের ট্রাস্টের আয়-ব্যয়ের হিসাব ও বাজেট প্রসঙ্গে ত্রৈমাসিক বৈঠক চলছিল, সেখান থেকে নেতৃবৃন্দদের আটক করে নিয়ে গেল। রাজনৈতিক দলের কর্মসূচি রাজনৈতিক মাঠে ময়দানে হয়। আজ এমন কোনো কর্মসূচি ছিল না। কিন্তু দারুল আমান ট্রাস্টের মতো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হলো।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …