নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
পানির চাপে ভেঙে গেছে নাটোরের সিংড়া-তেমুখ নওগাঁ সড়ক। এতে করে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তা ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করায় বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি। বালির বস্তা দিয়ে সড়কটির বাকি অংশটুকু বাঁচানোর চেষ্টা করছে এলজিইডির কর্মীরা।
এলাকাবাসী জানান, গত দুই মাস আগেই নির্মাণ করা হয় সিংড়া-তেমুখনওগাঁ সড়ক। কিন্তু গত রাত তিনটার দিকে বন্যার পানির চাপে সড়কটির ভাগ নাগরকান্দি এলাকার দুটি স্থানে ভেঙে যায়। ওই স্থান দিয়ে তীব্রভাবে পানি প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলের জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও সড়কের ওপর দিয়ে পানি উপচে পড়ে লোকালয়ে প্রবেশ করছে। স্থানীয়দের অভিযোগ বন্যার পানি কম থাকার সময় বারবার বলার পরেও কেউ কর্ণপাত করেননি। তাছাড়া রাস্তা নিচু হওয়ার কারণে অতি সহজেই বিভিন্ন অংশ ভেঙে গেছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী হাসান আলী জানান, গত দুই মাস আগে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই সড়কটি। কিন্তু আত্রাই নদীর পানির চাপে সড়কটির দুটি স্থানে ভেঙে গেছে এবং রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধ করার চেষ্টা করছি।
ভাঙনের বিষয়টি নিশ্চিত করে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বানু জানান, সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।