নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের কর্মচারীদের ভোটে জিততে দেওয়া হবে না নাটোরের শান্তি ও সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে এই কথা বলেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির। তিনি আরো বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশে ফিরেই বলেন বাংলাদেশকে বাংলাদেশের উন্নয়ন মডেলকে অনুসরণ করতে হবে। বাংলাদেশ এখন তাদের কাছে মডেল।
অথচ মির্জা ফখরুল বলেন পাকিস্তান আমলই নাকি ভালো ছিল। আজ ২২ অক্টোবর রবিবার বেলা ১১ টার দিকে শহরের নিচা বাজারস্থ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। শারদীয় সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষ্যে শান্তি ও সম্প্রীতি সমাবেশ “মুক্তিযুদ্ধের চেতনার অগ্রযাত্রা” শীর্ষ অনুষ্ঠানে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মালেক শেখ এর সঞ্চালনায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, অধ্যক্ষ কামরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমূখ।
সমাবেশ শাহরিয়ার কবির প্রথমেই উপস্থিত সাংস্কৃতিক কর্মী এবং সমাজসেবীদের সমস্যা সম্ভাবনার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।