শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাকশী ডিআরএম কার্যালয়ের কাগজপত্র পুড়ে ছাই

পাকশী ডিআরএম কার্যালয়ের কাগজপত্র পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের (ডিআরএম) কার্যালয়ের স্টোররুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫টায় এ অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে স্টোর রুমের কিছু মালামাল ও কাগজপত্র পুড়ে গেছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আহসান উল্লাহ ভুঁইয়াবলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিছু ফাইলপত্র ও কয়েকটি চেয়ার পুড়ে গেছে। তিনি আরো বলেন, ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে।

ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এফ.এম সাহেব আলী বলেন, ঘটনাস্থলে পৌছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …