মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / পাঁচ হাজার সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষ পেলো নতুন পোশাক

পাঁচ হাজার সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষ পেলো নতুন পোশাক

নিজস্ব প্রতিবেদক:
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের পাঁচ হাজার সুবিধাবঞ্চিত হত দরিদ্র দুস্থ্য মানুষ পেয়েছে ঈদের নতুন পোশাক। এছাড়াও ঈদে পরিবারের জন্য সেমাই, লাচ্ছা, কেনার জন্য পেয়েছে নগদ অর্থ। নতুন শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ পেয়ে খুশি হতদরিদ্র মানুষরা। নাটোর-৪ আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা ব্যক্তিগত তহবিল থেকে এই উপহার তুলে দেন।

শুক্রবার বিকেলে উপজেলার খামারনাচঁকৈড় মহল্লায় অবস্থিত নিজ বাসভবন প্রেসিডেন্ট প্রাসাদে দুই উপজেলা থেকে আগত হত দরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আহম্মদ আলী মোল্লার সহধর্মীনি রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক ফেরদৌসি আক্তার কনা, মেয়ে আদিবা আহমেদ আরাধ্য।
বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন থেকে আসা আমেনা বেগম জানান,‘আমি বড়াইগ্রাম থেকে এসেছি আহম্মদ আলী মোল্লার বাড়িতে ঈদের উপহার নিতে। আমার স্বামীও অসুস্থ্য। আমার জন্য নতুন একটি শাড়ি ও স্বামীর জন্য একটি নতুন লুঙ্গি উপহার পেয়েছি। এছাড়াও নগদ টাকা পেয়েছি যা দিয়ে পরিবারের জন্য সেমাই,লাচ্ছা,মাংস কিনে নিয়ে যাবো। প্রতিবছর দুই ঈদে তিনি আমাদের ঈদ উপহার দিয়ে থাকেন।’

আহম্মদ আলী মোল্লা জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সৎ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে সামনে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর আজন্ম লালিত সাম্য ও বৈষম্যমুক্ত সোনার বাংলা’র আধুনিক রুপ সুখী সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে। প্রতি বছর আমি আমার নির্বাচনী দুই উপজেলার হতদরিদ্র মানুষদের নিয়ে ঈদ আনন্দ উপভোগ করি। প্রতিটি বিপদ মুহুর্তে সাধারণ মানুষের পাশে দাড়াই। আগামীতে আমি নাটোর-৪ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিবেন। আমার এই

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …