সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / নিখোঁজ সংবাদ / পাঁচ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র সজিবের

পাঁচ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র সজিবের


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসায় যাবার পথে সজিব ইসলাম মিরাজ (১৫) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত পাঁচদিনেও তার কোন সন্ধান মেলেনি। নিখোঁজ মিরাজ উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রামের ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় মিরাজের মামা ইকরামুল ইসলাম থানায় সাধারণ ডায়েরী করেছেন।

জানা যায়, গত ৭ জুন বিকালে মিরাজ নিজ বাড়ি থেকে ধানাইদহ হাজী মফিজউদ্দিন পুনর্বাসন কেন্দ্র ও এতিমখানা নামের হাফেজিয়া মাদ্রাসায় যাবার উদ্দেশ্যে বের হয়। কিন্তু রাতে শিক্ষকদের কাছে খোঁজ নিয়ে জানা যায় যে সে মাদ্রাসায় পৌঁছায়নি। এরপর স্বজনরা তার বন্ধু-বান্ধব ও নিকটাত্বীয়সহ সম্ভাব্য সবখানে খোঁজ নিয়েও গত পাঁচদিনে তার কোন সন্ধান পাননি। এতে মিরাজের পিতা-মাতাসহ স্বজনরা তার চিন্তায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। এছাড়া সব থানায় এ বিষয়ে ম্যাসেজ দেয়া হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …