নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার দুই ছেলে অপূর্ব ও অর্জনের রোগ মুক্তি কামনা করে সিংড়া উপজেলার মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার ৮২০টি মসজিদে বাদ জুম্মা এই দোয়ার আয়োজন করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ এর সহযোগী সংগঠন। এছাড়া সিংড়া দমদমা আল জামেয়াতুল কোরআনিয়া মাদ্রাসার এতিম ও ওয়ালামাদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে করোনা আক্রান্ত প্রতিমন্ত্রী পলক ও তার দুই সন্তানসহ পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনা করা হয়। সিংড়া পৌর শহরের কেন্দ্রীয় মসজিদে দোয়া পরিচালনা করেন মাওলানা আলী আকবর।
দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ ধর্মপ্রাণ মুলসল্লিরা অংশ গ্রহণ করেন। সিংড়ার পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার দুই ছেলে অপূর্ব ও অর্জনের করোনা থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে এই দোয়ার আয়োজন। সম্প্রতি প্রতিমন্ত্রী ও তার দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিমন্ত্রী ও তার দুই সন্তান বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঢাকায় তার বাসভবনে আইসোলেশনে রয়েছেন বলে জানান পৌর মেয়র।
আরও দেখুন
গোমস্তাপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বোয়ালিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। …