শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ- অতিরিক্ত সচিব সাইদুর রহমান

পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ- অতিরিক্ত সচিব সাইদুর রহমান


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সাইদুর রহমান গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। স্বাস্থ্য কমপ্লেক্সকে দেশের এক নম্বরে আনতে হলে গেট থেকে শুরু করে রোগীদের বেড, টয়লেট,মেঝে, আউটডোর, ইনডোর সহ সবকিছু বাড়ির মত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন শেষে ডাক্তার, নার্স ও স্টাফদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা.সরোয়ার মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাইদুর রহমান আরো বলেন, ডাক্তারদের নিয়মিত নির্দিষ্ট সময় পর্যন্ত ডিউটি ও রোগীদের সাথে ভালো আচরণ করতে হবে। দায়িত্বে অবহেলা করে রোগীদের অযথা দূরে রেফার্ড করা যাবে না। সেইসাথে হাসপাতালের চিহ্নিত সমস্যাগুলো পরিবর্তনের জন্য দু’মাস সময় দেন হাসপাতাল কর্তপক্ষকে।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …